হে নব সৃষ্টির কবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
তারুণ্য শক্তির উদয়দিগঙ্গনে,
জাতির বিজয় ঊষা ভাবি মনে মনে ।
শত স্বপ্নের পিয়াসি হই ধরিত্রীর বনে বনে
আগামীর সূর্য দেখি অসীম শুভ্র গগণে।
ওরে,এসো হে, এসো হে- নব সৃষ্টির কবি,
তুল হে নবজাগরণ সু -প্রভাতের রবি!
গেয়ে যাও গান নব ছন্দের তালে তালে,
বিপ্লবী শ্লোগান দাও তরুণী উষার কালে।
বিজয় ছিনিয়ে আন দুর্বার আনন্দবিপ্লবে
বলো হে তারুণ্যের শক্তি হেরেছে কবে?
তারুণ্যের সুর এখনো বাজে রাগরাগিণীতে,
ওরে শুনাও হে মুক্তির সুর আগমনীসংগীতে।
-----------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।