অভিনব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২৪ ইং
************************
সোনালী রাঙা প্রভাতের নব যাত্রীদল,
দৃঢ় প্রত্যয়ে অগ্রভাগে চলরে তোরা চল-
চল আগে চল- ডাকে ঘুম জাগা পাখি,
আর যেন না জাগে রক্ত রাঙা আঁখি।
এই নব জাগরণ- এই নব আশা,
আঁধার কেটে উঠে যেন সোনালী ঊষা।
ওরে বিপ্লবের রক্ত বিন্দু চিরস্মরনীয়!
শুধু মাতৃকার প্রেম অন্তরে রাখিয়ো।
তরুণ্যের এ বিপ্লব! এ বিজয়!
আঠারো কোটি জনতার তব-
রক্তের রাঙা জলে আঁকা অভিনব!
------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।