যদি অভিষেক হতো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

- মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***************************
যদি দেশপ্রেমের সিংহদ্বার খুলতো ‍দৃপ্তশির,
এ জাতি পথহারা হতো না কভূ অশ্রুনীর।

যদি তুচ্ছ না করতো লক্ষ শহীদের রক্তরে,
এ জাতি নতশির হতো না বিশ্ব দরবারে।
যদি অভিষেক হতো বৈষম্যহীন - শাসন,
এ জাতি মুক্তি পেতো উল্লাসের কলতান।

মসনদে বসিয়াছে লোভ- লালসার অধিশ্বর!
রব উঠিছে ধিক! ধিক!মুক্তিকামী জনতার।
যদি অভিষেক হতো মুক্তিযুদ্ধের কারুকাজ!
হতো না বিভেদ বিচ্ছেদ রক্তে রাঙা সমাজ!

অশুভ প্রলয় নগ্নে কাঁপছে স্বাধীন প্রান্তর,
তবু চাই মিলন আনন্দ- হাসিতে সুন্দর!!
-----------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।