আজো মুক্তির সন্ধানে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
************************
আজো কন্ঠ অবরুদ্ধ মুক্ত সমীরণে,
আজো মুক্তির সন্ধানে ফিরি বনে বনে।
আজো ক্ষুব্ধ প্রাণ লাল-সবুজের মাঝে,
আজো হৃদে হৃদে চঞ্চল ক্রন্দন বাজে।
আজো সূদুর দিগন্তে শুনি বেদনার সংগীত,
আজো খুঁজি স্বাধীনতা রে- কি অদ্ভুদ!!
জানি না কি রাগ – অনুরাগে-
ধ্বংস করে চলেছি উৎসুক যৌবন জাগে।
বনে বনে শিমুল পলাশ ফুটেনা সৌগন্ধ্যে,
সমীরন বহিছে অশুভ কবিতার ছন্দে ছন্দে!
পাখিরা স্থবির মুক্ত গগণের পরশনে,
ভয়ে কম্পিত প্রাণ বজ্র হাওয়ার বরষনে।
আজো কন্ঠ অবরুদ্ধ মুক্ত সমীরণে,
আজো মুক্তির সন্ধানে ফিরি বনে বনে।
-------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।