আজ অভিজাত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
পথ ঘাটে শুনি এখন শিয়ালের ডাক,
নিরাপদ নাই কেহ হাঁস- মুড়গী- কাক!
সাপ নেউলে দিয়ে যায় সন্ধির হাক,
বানরে বলে দিস আমায় পিঠার ভাগ!
চোর যায় ডাকাত আসে ভরদুপুরে
বাঘে মহিষে পানি খায় এক পুকুরে!
রাজ্যের রাজা কয় আমি নই তোর!
মরলে তোরা মর- আমি চাই চোর।
মূর্খ কয় জ্ঞানীরে তোর নাই জ্ঞান,
ছিসছে- পুছকে পাতি নেতা ক্ষমতাবান।
মিথ্যা কয় সত্যরে তোর নাই ভাত,
দেশদ্রোহী কুলাঙ্গার আজ অভিজাত।
--------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।