কণ্ঠ অবরুদ্ধে যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
- মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
কণ্ঠ অবরুদ্ধে যদি ঝরে অশ্রুধারা,
স্বাধীনতা নাহি ফেরে,তবে ব্যর্থ হবে রক্তঝরা।
জাতি অপেক্ষা করিয়া আছে অস্তসিন্ধুতীর,
মুক্ত কণ্ঠে গাইবে আপনার গান অমৃত সুর।
তপন উদয়ে বলিবে জয়! সোনার বাংলার জয়!
ওরে নাহি ভয়!ওরে নাহি ভয়!আর নাহি ভয় !
জাতি নিশ্চিন্তে যেন চলে অভয়ের সাথে.
সেই প্রতীক্ষায় আছি নব সূর্যের কাফেলাতে।
তবু ভয়!বিশ্বাস ঘাতকের রক্ত আছে ছড়ায়ে,
অযূত কলঙ্ক আছে এই জাতির সারা গায়ে।।
এখানে রাজনীতি নীতিরে বলে নত কর শির,
জেনে রেখো,মীরজাফরেরা লুকায়ে ছুঁড়ে তীর।
কণ্ঠ অবরুদ্ধে যদি ঝরে অশ্রুধারা,
বিপ্লবের সূর্যদোয় দেখিবে না আর -বসুন্ধরা।
--------------------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।