তুমি মুছে দিলেও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
**************************
কেন তুমি চাহ গো মুছিতে কবিতার সাজ!
কবি না রচিলে হত কি কাব্যের কারুকাজ?
তোমারই প্রেমে কবি রচেছিল মুক্তির গান,
তারই সুরে বিশ্বে তুমি গড়িয়ান-মহিয়ান।

যে কবিতার বুকে রক্তে লেখা মহা-কাব্য
সে কবি’রে কি করে বলো তুমি অসভ্য?
চিত্তে যদি নাহি থাকে কবিতার সন্মান,
তাতে কবির কি হইবে কভূ অপমান ?

তুমি মুছে দিলেও কবি যে মৃত্যুঞ্জয়ী প্রাণ,
কেন তুমি চাহ গো এই কবিতার অবসান?
সে রোজ উদিবে পূব গগণে তব উঁচুশিরে,
সে যে অমর কবি! লাল-সবুজের প্রান্তরে।
------------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।