দূর কর হে হীন গর্ব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
- মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২৪ ইং
*************************
ঈষৎ জ্বলিস বলে কেন অহংকার করা!
ওরে তারা, তু্ই যে দিনের বেলা আধ মরা।
তোর আলোয় পথিক পথ চিনেছে কবে?
শুধু জাগিস বলে তোরে জানিছে এই ভবে।
এত কি অহংকার! আদি অন্ত ওই গগণে,
সাম্যের গান গাহি বলে তুই আছিস মননে।
তোর গর্জনে, তোর তর্জনে- শুধু মর্মব্যাথা,
কে দেখালো প্রলোভন ওরে শুন্য অমরতা!
পূর্ণিমার আলোক পানে তুই যে বড় হীনবল!
এ কি জানিস তুই! ওরে বুক ভাসা অশ্রুজল!
ওরে অন্ধ চোখে কারে ডাকিস মুক্তির পথে,
দিবা করের আলো কি আছে তোর সাথে ?
দূর কর হে হীন গর্ব- শুন্যতার অভিমান,
সোনালী আলোয় ফিরে আয় করি আহ্বান।
------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।