তরঙ্গ রুধিবে কে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
************************
যে তরঙ্গ তুলিয়াছো সমুদ্রের শান্ত বুকে,
সে ভাঙ্গিয়া চলিছে আপন চিত্তের সুখে!
বড় বেশী ছন্ন ছাড়া ছুটিছে অধরার পথে,
বাঁধমুক্ত তটিনীর স্রোতের মত সংঘাতে।
উর্ধ্বশ্বাসে কুমির হাঙ্গরেরা চলিতেছে ধেয়ে,
রাত্রির যাত্রীরা ভিত কম্পিত কষাঘাত পেয়ে!
হেনকালে কেহ নাহি মুক্ত তরঙ্গের উচ্ছলে,
দস্যুরা চারিধারে গর্জিছে অসুর বাহু মেলে।
অকস্মাৎ ঝড়ে শান্ত নদী উঠিছে শিহরি,
শৃঙ্খল কলকলে নাচিছে ডানা কাটা পরি!
এক নগ্ন যৌবনের খেলা দেখিল স্বাধীনতা,
উত্তাল সমুদ্রে জাগিল পৃথিবীর মৌনতা।
প্রত্যাশা বয়ে আনিছে কুমির হায়েনা দুর্বার,
এই বাঁধ ভাঙ্গা তরঙ্গ রুধিবে কে- এইবার ?
------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।