ওরে খুলে দে বুক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
ওরে দুরন্ত দুর্বার -নবীণ যোদ্ধা -নবীণ প্রাণ,
তুই এনেছিস যুগে যুগে বিজয় এ কথা চিরন্তন!

তুই করেছিস ধ্বংস চির দীপ্ত মুকুটখানি,
তুই হয়েছিস বরণ্য,তুই হেরেছিস যামিনী।
তবু তোর কাছেই বিশ্বের মুক্তি সংগোপন,
ওরে নবীণ উদয় সূর্যে তোরে করি নিমন্ত্রণ।

ওরে লাগামহীন ছুটিস না ওই আঁধার তলে,
ওরে খুলে দে বুক বিজয় হাসির অশ্রুজলে।
যৌবন তোর বিপ্লবী বাণী উত্তাল ঝড় তুফান!
কে আছে রুখে তোরে মুক্তি যুদ্ধের উদ্যান?

তুই ধ্বংস! তুই মুক্তি !তুই প্রলয়ঙ্করী প্রলয়!
তুই উচ্ছল! তুই অবিনাশী!তুই মৃত্যুঞ্জয়ী নির্ভয়!

--------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।