জনতা উঠিছে গর্জিয়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
অযূত পাপ আজি তাহার কেমনে গেল খুলি!
ভয়ানক অপমান আসি করিছে কোলাকূলি।

ব্যাভিচার -অত্যাচার- জুলুম আরো কত কি,
লুকায়েছিল ক্ষমতার গভীরে আজি সব দেখি।
দাপটি কপালের ভাঁজে পড়িছে বলি রেখা-
ডান্ডা বেড়ী হাতে অশ্রুজলে যায় দেখা।

ছিঃ ছিঃ ধ্বনি উঠিছে বাজি উঠিছে কলরব,
সঞ্চিত ক্ষোভ ছুটিছে গর্জিয়া প্রতিবাদী সব।
শাসন -শোসনে মরন ডাকিছে বুঝি ভাই,
এতো অপমান সহিবার চাহে তবু লজ্জা নাই।

জুলুমে অধিকার কাড়িয়া নিয়েছিলি জাতির,
আজি কাঠগড়ায় অপমান অপদস্তে নতশির।
দেখিছো যারা এ আপমান-নিজেরে শুধিয়া লও
জনতা উঠিছে গর্জিয়া- তা কি শুনতে পাও?
---------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।