জনতার আসামী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
কি অভিশপ্ত জীবনের চিত্র গোধূলীবেলায় !
খ্যাতি যশ ক্ষমতা আজ যেন নরক বেদনায়।

ক্ষমতা দম্ভ আজন্মের সব স্মৃতি সঞ্চয়,
আজ যেন ঘূর্ণি ঝড়ের মতো দুর্বার প্রলয়!
অপমান হতে হতে মলিন হয়ে আসে রূপ,
অসহায় চেয়ে থাকা- নিদারুন যন্ত্রনা খুব।

এত শুন্যতা! এত ঘৃণা পরিচিত তীরে তীরে,
হাত পায়ে ডান্ডা ভেড়ী পঁচা ডিম ছুঁড়ে ছুঁড়ে
তোমাকে স্বাগত জানায় ভূঁয়া ভূঁয়া শ্লোগানে,
ক্ষীপ্ত ধ্বনি বাজে ব্যাঙ্গ সুরের গানে গানে।

চারিদিকে রুদ্ধ হয়ে গেছে মুক্তির দ্বার-
তুমি এখন জনতার আসামী- কেউ নেই রক্ষার!
সুতরাং সাধু সাবধান! আগামীতে আসিবে যারা
জন আক্রোশ হইতে কেউ নাহি পাবে ছাড়া।

------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।