বৈষম্যহীন ফুল কুড়াবো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-০৮-২০২৪ ইং
***********************
হে স্বাধীনতা, শুরু হউক স্বপ্নের দিন গোনা,
ব্যর্থ্ যেন না হয় মুক্তির বিপুল সম্ভাবনা।
দিকে দিকে উদযাপিত হচ্ছে বিজয়ের লগ্ন,
অধিকারের সূর্য্ আর যেন না হয় রুগ্ন।
ক্রমে ক্রমে পুষ্ট হচ্ছে স্বপ্নের উম্মাদনা
ক্রমে ক্রমে শুরু হচ্ছে মুক্তির দিন গোনা।
রক্তের বীজ বোঁপন করেছি সদ্য-
বৈষম্যহীন ফুল কুড়াবো সংঘবদ্ধ!
হে স্বাধীনতা,তোমারে সু-স্বাগতম ঐক্যতান,
দুর্বার দুরন্ত ছড়ায়ে দাও চির সাম্যের গান।
তুমি রক্তে ঝরা বিপ্লবী প্রাণের অমর সাধন,
তুমি মৃত্যুঞ্জয়ী! তোমারে রক্তিম অভিবাদন।
-------------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।