পোষা বুলবুলি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
************************
কাকের বাসায় কোকিল আসিয়াছে পথ ভুলি,
শিকারী পাতিয়াছে ফাঁদ, এখন যে লগ্ন গোধূলি!
কয়লার ভিতরে শুব্রতা খুঁজেছি রাঙা ঊষায়,
দুধে দিয়েছি বিষ, জীবন মরিছে হায়! হায়!
কাননে কাননে ডেকেছি বিষাক্ত মৌয়ের শূল,
তুলেছি ঘূর্ণি ঝড় তুফান, এখন ঝরিছে ফুল।
যৌবন তরী দিয়েছি ছাড়ি তরঙ্গ উথরোলে,
বুক চাপিয়া গর্দান ধরিছে অসভ্য বাহু বলে।
এমনি নগ্ন খেলা খেলিয়াছি ফুল কাননে,
পুড়েছি সবাই দাউ দাউ বুক চাপা আগুনে।
বৃক্ষের ডালে ডালে শকুন বাঁধিয়াছে বাসা,
ব্যাঙ দিয়েছে হাঁক, সাপেরা বুঁনিছে আশা।
কয়লার ভিতরে শুধুই কালো গেছি তাহা ভুলি,
আপনার সুর হারিয়ে হয়েছি পোষা বুলবুলি।
---------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।