রাত্রির খেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
************************
যে ফুল ভালবেসে প্রেমিকারে করিছো দান,
সে যেন নাহি হয় বিরহ! নাহি হয় অপমান।
ফুল শুকিয়ে আসিলে নাহি যেন হয় কীট,
বৃক্ষ মরিলে নাহি যেন হয় শত্রু প্রকোট!
ছায়ার পিছু ছুটে নিজ হাতে রচিও না কারা,
দিন শেষে শুন্যতায় তুমি হইবে দিশেহারা!!
প্রেমের শিরহণ না উঠিলে ফুটিবে না ফুল,
সেদিন তুমি হইবে বিরহী এই স্বার্থের কূল।
এই প্রেম , এই বাঁধন, শুধুই ছলনা এই মাঝারে,
প্রেমিক বুঝেনা, প্রেমিকা আর আসিবে না ফিরে।
এইখানে শুধুই গোধূলীর আভা, রাত্রির খেলা,
পূর্ণি এইখানে শুন্য! ভূঁত প্রেতের নগ্ন মেলা।
---------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।