তুমি বলেছিলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
তুমি বলেছিলে- এবার স্বাধীনতা পেলে-
গণতন্ত্র কষ্টে কাঁদবে না আর কোন কালে।
তুমি বলেছিলে- লিখবে না কভু বেদনার কবিতা,
রাখবে না জুলুম- অত্যাচার- দেশদ্রোহীর বক্রতা।

তুমি বলেছিলে- আমাকে দিবে বাক স্বাধীনতা,
রুদ্ধ হবে না কভূ আমার অধিকার কোন উগ্রতা।
তুমি বলেছিলে- বাগানের ফুল কুড়ে নিব সকলে
কেউ যাত্রা পারবেনা রুধিতে ঘুর্ণি ঝড়ের ধকলে।

তুমি বলেছিলে- দেশদ্রোহীরা হবে কলঙ্কের রক্ত-
যদি না সে লাল-সবুজকে স্বীকৃতি দেয় -এ চিত্ত !
তুমি বলেছিলে- গাইবে বিজয়ের গান একই সুরে,
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান তফাৎ রবে না- মা তরে।

তুমি বলেছিলে- সন্তান বাঁচবে বৈষম্যহীন দুধ ভাতে
জাতির সব সুখ-দুঃখ ঘুচাকে সত্য নিষ্ঠার ভিত্তিতে।
তুমি বলেছিলে- এবার স্বাধীনতা পেলে- হবে সভ্য-
কভূ রচিবেনা হিংসা বিদ্বেষ রাগ ক্রোধের মহাকাব্য।

-----------------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।