শুধুই চোরাবালি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************

আজ মানবের সুন্দর আহা ঘুমায়ে রয়েছে,
অদম্য ছুটিছে অর্থ- ক্ষমতা- মোহের পিছে।

অন্তরের জোছনা জাগেনা সমুদ্রের উথরোলে,
ন্যায়-নীতির তরী দিয়েছে ডুবিয়ে অথৈ জলে।
সত্যের স্বর মৃদু মৃদু কভু বাজেনা শ্রবণে-
চারিদিকে নিঝুম নিস্তব্ধতা রাত্রির ভুবনে।

শুধু বলে হৃদয় ছোঁয়া কথা মঞ্চের ভাষণে,
শিল্পীরা একই রূপে একই গানে সিংহাসনে!
শ্রোতারা বধির কর্ণে ছুটিছে অধরার প্রাঙ্গণ,
সম্মুখে অসীম দিগন্ত তবু আত্মহারা কেমন!

আঁধার গগণে কখনো জ্বলেনি তারকারাজি,
শুধুই চোরাবালি, এখানে শুধুই ফাঁকিবাজি।

-------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।