নীতিহারা ইশারায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
নীতিহারা এই বঙ্গের তরে নেতা বলি যারে,
আপন স্বার্থের আসনে সে বাজায় বীণা রে।
আদর্শহীন লতায় পাতায় রাগ-অনুরাগে-
পঁচা বাসি ফুল ফুটে দিবানিশি জেগে জেগে।
এখানে নীতি ঘুমায় মসনদের উঁচু শিরে
স্বাধীনতা কাঁদে, মুক্তি কাঁদে ব্যদনার সুরে সুরে।
তবু হুজুগে গুজবে শিস দিয়ে যায় কত সুর,
যদিও শিউরে উঠে স্বৈরতন্ত্রের ব্যথা এ অন্তর।
যে রক্তের পতাকা উড়ে উথরোল হাওয়ায়
তারে কলঙ্কিত করেছি অদ্ভুদ চাওয়া-পাওয়া!
শুধু নীতিহারা ইশারায় অস্তাচলের দিকে প্রাণ,
স্বাধীনতা কাঁদে, মুক্তি কাঁদে চিরচেনা অশ্রুবান।
---------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।