একখানা চিঠি পেয়েছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২-০৯-২০২৪ ইং
************************
একখানা চিঠি পেয়েছি রক্তের কালিতে লেখা!
অনেক দুঃখ মিশ্রিত আবদনে কপালের রেখা।

অযূত দীর্ঘশ্বাসের শব্দ শুনি শহর ও গ্রামে,
সবাই দিচ্ছে মুক্তির ঘোষনাপত্র রাঙা খামে।
স্বাধীন এই ভূমিতে মুছে গেছে দুর্বলের ঠাঁই,
চৌদিকে উঠেছে ধ্বনি- স্বাধীনতা নাই! অধিকার নাই!

উপহার পেয়েছি, চোর- ডাকাত- দস্যু- গুলি,
অরাজকতা ,গুম, হত্যা, নিথর মাথার খুলি।
ক্ষমতার প্রতিনিধিরা দিয়েছে শুধু চিতার শ্মাশান,
হরণ করেছে গণতন্ত্র, কেড়েছে ইজ্জত –মান সম্মান !

ছদ্মবেশে চৌদিকে চলেছে আপন স্বার্থের সংহতি,
তপ্ত বুকে বুকে রক্তের প্লাবণ গর্জেছে বিদ্যুৎগতি!!
একখানা চিঠি পেয়েছি রক্তের কালিতে লেখা!
যেখানে মায়ের ছবি অনেক অশ্রুজলে আঁকা ।

-------------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।