আত্মউপলব্ধি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩-০৯-২০২৪ ইং
**************************
সবাই সাধু সন্ন্যাসী,আত্মউপলব্ধি পলাতক!
বুঝে না চিত্তের গভীরে বিকশিত গুপ্তঘাতক।
কিসে তার জয়, কিসে তার পরাজয় দুলে,
অন্ধ মোহে সে বুঝে না- সে এক রক্ত ফুলে।

বসন্তের সমীরণ ঝড়ে লুটায় শুদ্ধ পালক,
সংঘবদ্ধ মন্ত্রে ধ্বংস করে সদ্য নবজাতক।
এ এক কুচক্রি খেলার গুচ্ছবদ্ধ রক্ত-কুসুম,
ক্রমশ ছড়ায় শত্রু-শবের গন্ধ -এ ধরাধাম।

এ পৃথিবী রুখে দিয়েছে অসুরের শত জুলুম!
তবু আত্মউপলব্ধি হয় না লিপ্ত বাসনা গুম।
ধ্বংস স্তুপে দাঁড়িয়ে বিপ্লবী এঁকেছে লালপথ,
টিকেনি জুলুম অত্যাচার কোন অসাধু হিম্মৎ!!

আত্মউপলব্ধি যদি না জাগে- প্রবেশ নিষেধ,
দেখবে পরাজয়, ভাঙ্গবে ঐক্যের দৃঢ় প্রচ্ছদ।
অনৈতিক দম্ভ অহংকার শেষ হবে যুগপৎ,
হঠাৎ ঘোর অন্ধকার ধেয়ে আসবে ভবিষ্যৎ।

--------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।