কালো শক্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************

হে বিপ্লবী, আবার যদি ফিরে আসে বিপ্লব!
প্রস্তুত হও আজ, এখনো স্বাধীনতা দুর্লভ!

বলো বলো সবাই প্রস্তুত একই রক্ত ফুলে,
পথে প্রান্তরে নব স্বপ্ন উঠেছে আজ দুলে।
শহীদের রক্তে শুদ্ধ করবে ঘৃণ্য স্বৈরাচার,
হে বিপ্লবী,তুলরে তোরা তুল বজ্র হুঙ্কার ।

তোদের ইতিহাস ঐতিহ্য সংঘবদ্ধ রক্ত -কুসুম,
কভূ নেই তোদের পরাজয় ভাঙরে ভীত ঘুম।
ওরে তোদের ডাকছে আজিকার নবজাতক,
বিপ্লবের সেই অস্রটা তুলে দে- ভীরুরা থাক!!

এখানে যোদ্ধারা গর্জে উঠেছে মিলিত হাতে,
তোরা হার না মানা জাতির স্বপ্ন রাঙা প্রভাতে।
তোদের শত্রু নিধনে জাগিয়ে দে বাসনার ধূম,
রুখে দে কালো শক্তির শত গুম- হত্যা -জুলুম।

হে বিপ্লবী, তাজা রক্তে গড়েছে যে লালপথ,
তা কভূ মুছবে না মাতৃকার বুকে দৃঢ় অভিমত।
খেলা খেলা ঘাতক খেলা- প্রবেশ নিষেধ,
বিপ্লবী সবাই ভুলেছে দ্বন্দ্ব, ভুলেছে বিভেদ।

--------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।