না বলা কথা...৩৩
- অথই মিষ্টি
জ্বলছ তুমি নিজের মাঝে পুড়ছ নিজের মাঝে।
ওহে নারী আর কত কাল এভাবে সয়ে যাবে তুমি
সময় কি হয়নি তোমার প্রকাশ করার নিজ জড়তাকে?
তুমি বীভেশিকা তুমি দীপশিখা তুমি জগতের আলো।
তোমার উপরে ভর করে দেখ সবাই চলছে সুষ্ঠু ভাবে
দিন শেষে তুমি নিজেই থাকতে পারো না ভালো।
তোমাকেই পুড়ছে তোমার তেলে।
ওহে নারী তুমি এহাল আর টানবে কত কাল
নিভছেনা কি এ আগুন তোমার চোখের জলে।
হাজারো আঘাতে আহত তুমি
সংসার আর বাচ্চা সামলাতে কষ্টে তুমি ব্যথিত
দিন শেষে সফলতার সুনাম নিয়ে সমাজের মধ্যে দ্বারায় তোমার স্বামী।
শ্বশুর বাড়ির খোঁটা দেয়া হাজারো কথা হজম তুমি করো।
স্বামীর আদরের সামান্য স্পর্শে এলেই জমানো রাগ অভিমান
এক নিমিষেই কিভাবে তুমি ভুলে যেতে পারো?
সত্যিই তুমি বিশ্বকর নারী তোমার সকল কাজে।
সহস্র যন্ত্রণা বুকে চাপা রেখে
মিষ্টি মুখের হাঁসি কেবল তোমাকেই নারী সাজে।
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।