না বলা কথা...৩৪
- অথই মিষ্টি
তাদের কথায় বসতে হবে তাদের কথায় উঠতে
নিজের কথাকে চেপে রেখে থাকতে হবে তাদের সুরে মেতে।
তারা বললেই যেতে পারো বাইরে না বললেই নয়
স্ব-প্রয়োজনে বাইরে গেলেই বড় ঝামেলা দ্বার হয়।
তারা বলে যদি ঠিক আছে সব তাহলেই সব ঠিক
তুমি অনেক বড় মিথ্যেবাদী হয়ে যাবে বলো যদি সত্য সঠিক।
তারা যে দিকে নিয়ে যাবে ভালো তুমি সে দিকেই যাও যদি
স্ব-ইচ্ছায় আপন মতে চলতে গেলে চোখে বইবে নদী।
সারাদিন সুষ্ঠ ভাবে সকল কাজ করার পরে যদি সমান্য ভুল হয়
বলবে তারা কি পারো তুমি তোমার দ্বারা কি কিছু হয়!
তুমি নারী স্বাধীন হয়েও বন্দি তাদের হাতে
আঘাত দিয়েও এমন সম্পর্কে ধরে রাখবে তুমি অক্ষম তাদের ছেড়ে যেতে।
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।