না বলা কথা...৩৫
- অথই মিষ্টি

সমস্ত চোখ জুড়ে মোর আলো, আর সে আলোর আড়ালে অন্ধকার।
দেখা যায় হায় এক বিন্দু ধূলিকণা, প্রকৃতপক্ষে তা বিশাল পাহাড়।

দৃষ্টিকোণে আটকে রাখা স্নিগ্ধতা, বোঝা যায় না তার মাঝে মিশে থাকা হাজারো সয়ে যাওয়া নিরবতা।
বোঝা যায় মোরে সুখে পূর্ণ ওরে, প্রকৃতপক্ষে সমস্ত হৃদয় জুড়ে পুরোটাই অপূর্ণতা।

সুখ-আনন্দে ভরা মায়ামাখা সম্পর্কের বেড়া, মনে হয় দেখি সবার।
যার পুড়ে ধন তার বোঝে মন, বোঝেনা কেউ কোন আগুনে মন পুড়ছে আমার।

সিরিয়ালের নাটক বোঝে সবাই ওরে, বাস্তব বোঝেনা
মুখ ফুটে যদি বলতে যাও, বলে যত সব বাহানা।

তাই না বলা কথা ওরে,
না বলে চাপা দিয়ে রেখেছি বুকের ভিতরে।


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।