মেঘের কান্না
- হোসাইন জাহান
এরপর বহুদিন তোমার শহরে বৃষ্টি পড়েনি।
হয়ত এ সুযোগে আমাকেও ভুলে গেছো।
যেভাবে ভুলে গেছে এক পশলা বৃষ্টি,
নীরবে ফোঁটা ছোট্ট ঘাসফুলকে।
ইচ্ছে হয়, চিঠিতে করে
একটা আকাশ পাঠাবো তোমায়।
যে আকাশ কালো মেঘে ঢেকে গেছে বহু আগে।
কখনো অবসর পেলে,
চিঠিটা খুলে দেখবে-
এক জনমে এক আকাশ মেঘ
ঠিক কতটা কাঁদতে জানে!!
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।