ডাক্তার নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১০-১০-২০২৪

ডাক্তার্নি
ফাইয়াজ ইসলাম ফাহিম

ডাক্তার্নি কবে ডাকবি আমায় কাছে
তোর ছোঁয়া পাবার আশে মনটা আমার নাচে,
ডাক্তার্নি তোর জন্য হয় না আমার ঘুম
স্বপ্নে দেখি তোর ঠোঁট দিচ্ছি সহস্র চুম।

ডাক্তার্নি তোর জন্য আজ আমি প্রেম রোগী
কবে তুই চিকিৎসা দিবি পূরণ করবি আমার দাবি।
ডাক্তার্নি প্রেমের কথা বললে ভাবিস হায়না
প্রেমের স্পর্শ না পেলে যৌবনের সুখ হয় না।

ডাক্তার্নি তুই ছাড়া নেই কেউ এই মনে
তোর তরে হারিয়ে যেতে চাই প্রতি ক্ষণে ক্ষণে,
ডাক্তার্নি তুই আমার প্রেম রোগের ঔষুধ
তোর ছোঁয়া পেলে ছাড়বে প্রেম রোগের ভূত।

উৎসর্গ: ডাক্তার মারিয়া কে.....


১৯/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১৯-০৯-২০২৪ ১২:৫৯ মিঃ

মিস করছি তোমাকে