যদিও লগ্ন চলে য়ায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
*********************************
ওরে যুগ যুগ ধরি কোন গানের অন্বেষণে?
হৃদয়ের বিপুল টানে ছুটিছি রাত্রির পিছনে !

এখান তো বিরহ ব্যাদনার পাত্র ভরি ভরি,
জ্বলন্ত অঙ্গার দিয়া যাইতেছে পুড়ি পুড়ি।
যদিও হৃদয় কাঁদিছে তবু প্রেম পিপায়,
সেই গান গাহিয়া চলি তোমারই অভিপ্রায়।

জানি হে আমি ছলনাময় আকাশের নিচে,
অনুভূতির তরঙ্গ হয়ে ছুটেছি পিছে পিছে।
তবু স্পন্দনে শিরে উপশিরে নাহি কোন ছুটি,
শুন্য পানে ছুটে চলেছি অন্ধকারে লুটি লুটি।

হৃদয়ের চৌদিকে কাতর আমি অনল ব্যাথায়,
তবুও তোমারে খুঁজি যদিও লগ্ন চলে য়ায়—
-----------------------------------------


১৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।