ক্যাকটাসের কান্না
- হোসাইন জাহান
একটি কবিতা লিখতে বললে
আমি পুরো পৃথিবীটা গিলে,
জোছনার উৎসবে মেতে উঠি;
নীরস মহাশূন্যে ভেসে।
তখন তোমার পৃথিবীর
নিয়ন আলোয় পোড়া শহরে,
যে ক্যকটাসটা মরে মরে
বেঁচে গেছে বহুবার,
কাঁটাতারে গেছে ফেসে।
আমার কবিতায় উঠে আসে,
তোমার পৃথিবীর কাঁটাতারে বিঁধে থাকা
সে সকল ক্যাকটাসের কান্না
১৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।