দিনগুলো হারিয়ে যাচ্ছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দিনগুলো হারিয়ে যাচ্ছে
এখন প্রতিটি সেকেন্ড,মিনিট,ঘন্টা,
যৌবন খেলার শ্রেষ্ঠ সময়
অথচ তোমার সঙ্গে যৌবনের খেলা হলো না
তোমার কায়াতে সহস্র চুমুর ঝড় বইলো না
বয়স বেড়ে যাচ্ছে যৌবনের তাল হারাচ্ছে
অথচ কথা ছিল যৌবনের খেলা অনেক খেলবো
সারা দিন-রাত ঘর বন্দি হয়ে।
কই তুমি প্রিয়তমা
এভাবে বয়সে কে যৌবন কে আর কতদিন ধরে রাখবে।
স্রস্টা তো আর সময় দিবে না
কবে যৌবনের কদর বুঝবে।
কবে পাগল হয়ে আমায় তুমি খুঁজবে....
২০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।