কাশফুল
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১০-১০-২০২৪
কাশফুল পুড়ে কি লাভ
কাশফুলে আছে কি কোন পাপ!
কাশফুল প্রেমিক-প্রেমিকার প্রিয় ফুল
কাশফুলে প্রেমিক-প্রেমিকা থাকে মশগুল।
কাশফুল নিয়ে কেন ভয়
কাশফুল কি মানুষের জন্য নয়?
কাশফুল ধংস করো কিসে
কাশফুলে প্রেমিক-প্রেমিকার শান্তি থাকে মিশে।
কাশফুলে আছে ধর্মের চিহ্ন
কাশফুল কি ফুল থেকে ভিন্ন?
কাশফুল ধংস করো না হে ধার্মিক
কাশফুল প্রেমের প্রতীক।
১৯/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ
৫.১৫ পিএম
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।