অতীত অভিজ্ঞতা
- কমলতোলা
****
সোঁ সোঁ করে প্রবল হাওয়া ছুটে আসছে
মাঠের এপারের বাসিন্দারা আগমনী বার্তা শুনতে পেলো
গরমের অতিষ্ঠভাব কেটে যাচ্ছিলো
শিশু কিশোর তরুণ সবাই খুশি হচ্ছিল
এই হাড় জ্বালানো গরমে শান্তি পাবে
হঠাৎ কারা যেন
হাওয়ার গলা টিপে ধরলো
মাঠের ও'প্রান্তে তাদের পথ রুদ্ধ করে
অসংখ্য প্রেতাত্মা গা-ঘেঁসাঘেঁসি করে দাঁড়িয়ে গেল
অসহ্য গরমে সবাই দল ভেঙ্গে ছুটলো
পুকুরপাড়ে নদীর তীরে কেউবা ডোবাখানায়
কয়েকজন প্রৌঢ়-প্রৌঢ়া বৃদ্ধ-বৃদ্ধা
ঠায় দাঁড়িয়ে থাকলো
হাওয়ার আগমনকে সম্বর্ধিত করতে
অতীত অভিজ্ঞতায় তারা নিশ্চিত ছিল
হাওয়া প্রেতাত্মাদের প্রাচীর ভাঙ্গবেই।
২০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।