অহেতুক
- হোসাইন জাহান

এভাবে কত রাবীন্দ্রিক রাত
আকাশ ছুয়ে ফেলে দীর্ঘশ্বাস।
অবিরত বাড়তে থাকে,
চোখের কার্নিশে জমা বৃদ্ধ স্বপ্নের
শহর জুড়ে বেঁচে থাকার মিছিল।
বহুদিন হলো আমাদের দেখা হয় না।
চারটে চোখ ঝাপসা হয়ে ওঠে না;
কপালে কপাল রেখে বহুদিন।
আমাদের দেখা হওয়া প্রয়োজন।
অন্তত কিছুক্ষণ, কাছাকাছি
দুজনের নীরব কথোপকথন।
'কেমন আছো' প্রশ্নের ফিরতি উত্তরে
হয়ত সেদিন তুমি নিশ্চুপ হয়ে থাকবে।
আমার কথারা ফুরিয়ে আসবে অহেতুক।


২০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।