বিদায় হে তোফাজ্জল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২০-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
তোফাজ্জলের মুখখানি তব আমি ভালোবাসি,
যতই তার দেহ প্রাণ নিয়ে করিস মৃত্যু বিলাসী।
ওরে মেধাবী!তোদের প্রাণ যে মনুষ্যত্বে উদাসী!
তোরা যে হিংস্রা হায়েনার মনবৃত্তে চিত্ত বিকাশি।
তোরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত ফুল-
আজ যে দিকে দিকে ঘৃণা উথরিছে বিপুল!
এক মুঠো ভাতের জন্য সে এসেছিল তোদের দ্বারে,
তোরা মাড়লি খাওয়ালি মারলি জীবনটা কেড়ে!
কি হিংস্রতা দেখালি সব মানবতারে গ্রাস করে,
ক্ষুধার্ত ছেলেটা আর আসবে না ফিরে তোদের ভীড়ে!
বাপ হারা- মা হারা -ভাই হারা এক বিকারগ্রস্থ প্রাণ,
তোরা বুঝলি না তার অসহায় চাহনী -বিরহের গান।
তোদের প্রচন্ড আঘাতেই যমদূত দুলিয়েছে মৃত্যু দুল,
বিদায় হে তোফাজ্জল !ভাল থেকো অবিনশ্বর কূল।
-------------------------------------------------
২০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।