প্রেমের সৌধ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
নিয়ত শুনি প্রেমের সুর তব বিরহ- বিধুর!
প্রেয়ষী গেয়ে যায় হে প্রাণ মায়ার মকুর।
হৃদয় গভীর উতলা করে তব বালুচর সীমা,
তব খুঁজি তারে দূর গগণের ময়ূর -নীলিমা।
কি এক অনুভূতির তরঙ্গে শিরোপা তোমার!
শিরে শিরে উচ্ছৃঙ্খ করে বিষাদের তলোয়ার।
তব ভালবাসি উদ্যত উর্মির বুকে হে কবি,
স্পন্দিত তুলিতে এঁকে যাই সেই কল্পনার ছবি।
কান পেতে শুনি হৃদয় তরঙ্গের সেই গান,
নিয়ত তুমি যে সুর দিয়ে যাও অব্যক্ত তান।
তুমি এক অনুভূতির নাম হৃদয়ের পিপাসা,
বক্ষের গভীরে চির প্রেমের সৌধ দুর্লভ-দুরাশা।
-----------------------------------------------
২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।