যাবো পদ্মা নদীর তীরে
- কমলতোলা
১৯/৯/২৪
*************
অনেক পথ হাঁটছি একা
নির্জন প্রান্তরের ভেতর দিয়ে
পেছন পেছন আসছে কেউ
হবে হয়তো আমারই মতো
হবে হয়তো আমারই মতো
সঙ্গী চায় রাত গভীরে
বাধ্য হয়ে হাঁটছি একা
যাবো পদ্মা নদীর তীরে
যাবো পদ্মা নদীর তীরে
আছে দুঘর হিন্দু মুসলমান
একজন রমেশ অন্যে রহিম
লাল রক্ত দুজনের শরীরে
লাল রক্ত দুজনের শরীরে
ঘর বেঁধেছে নদীর পাড়ে
রমেশ গিন্নি মুসলমানের মেয়ে
হিন্দু কন্যা রহিমের ঘরে
হিন্দু কন্যা রহিমের ঘরে
আপদ-বিপদে আছে পরষ্পরে
পেছনের লোকটি এলো কাছে
বললো, যাবে পদ্মা নদীর তীরে
বললো, যাবে পদ্মা নদীর তীরে
নামহীন ওই আরশিপুরে
আমি যাবো রমেশের ঘরে
হিন্দুশ্বশুর যাবে রহিমের দুয়ারে।
২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।