বেদনার পিরামিড
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে আজিকায় প্রাণে প্রাণে শিশিরের নিশা,
অন্তর বাহ্যিক ব্যবধানে মানুষ হারিয়েছে দিশা।
যদিও কারো হৃদয় পটে লেখা আল্লাহ-ভগবান,
তবুও গড়িছে বেদনার পিরামিড পাহাড় সমান।
রাগ ক্রোধে রুদ্র তরবার তব উঠিছে নাচিয়া,
ওরে সাম্যের গান কালো ধবল চলিছে ভুলিয়া।
কে আসল, কে নকল শব্দভেদী উগ্র আস্ফালনে
শান্তির পৃথিবী যাইতেছে পুড়িয়া অনল দহনে।
এখন বুকে বুকে বিষ মাখা বিরহরে জ্বালা,
আপন মত পথে ছুটিছে কত পান্থ, কত পথবালা।
মানুষ আর মনুষ্যত্বে নেই পর আপনে দেখা,
মোহে পথ ভুলে চলিছে মানুষ চুপে চুপে একা!!
-----------------------------------------------
২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।