আলাপন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কোন জলের কোন তরঙ্গে নিরুদ্দেশ ভাসি!
আঁধার রাত্রি ছেড়েছো তরী কান্ডারী উদাসী।

সুপ্ত ঘোরে কোন গান গেয়ে যাও তটনী তীরে,
চারিদিকে ঘাতকের প্রতিধ্বনি তরী নাহি ভীড়ে।
শান্তিতে শান্তি নিস্তব্ধ,নীরব পাপিয়া,
হে পাঞ্জেরী তুমি একা নিন্দ্রাহারা ছুটিয়া।

এ পথ ফুরাবে না কভু হায় হুতাশীর গান,
উত্তাল দরিয়ার বুকে একাকী শুনিবে তান!
ছদ্মবেশীরা আসিবে ফিরে নদীর কূলে বারবার,
এ যাত্রা বড় ধুসর বর্ণিল সুনিপন রহস্যের দ্বার।

সম্মুখে ঘন কুঁয়াশায় ঘেরা পথ যে গোপন,
কোন জলের কোন তরঙ্গে করিছো আলাপন?
--------------------------------------------


২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।