শোকের চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১০-১০-২০২৪

প্রিয় মারিয়া,

আমি জানি, তুমি বর্তমানে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছো। ব্রেন টিউমারের খবর শুনে আমি শোকাহত, আমার দিনকাল ভালো যাচ্ছে না কিছুই ভাল লাগছে না। এই মুহূর্তে তোমার পাশে দাঁড়ানো এবং তোমার অনুভূতিগুলোকে বুঝতে পারা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,একজন বন্ধু হিসাবে তোমার পাশে থাকা উচিত।

আমি বলতে চাই তুমি , তুমি একা নও। আমি সবসময় তোমার সঙ্গে আছি, এবং যখনই তোমার কিছু মনে হবে, তুমি আমাকে বলতে পারো। এই পরিস্থিতিতে ভয়, উদ্বেগ বা হতাশা সবই সাধারণ অনুভূতি। তোমার পাশে দাঁড়ানো আমার জন্য গর্বের বিষয়, কারণ তুমি আমার মনে কে বেঁচে রেখেছো।


এই সময়ে নিজের যত্ন নেওয়া অপরিহার্য। স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত রাতে ঘুমানো এবং যেকোন শখের প্রতি মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ। আমি জানি, কিছুদিনের জন্য সবকিছু পাল্টে গেছে, কিন্তু তোমার শখ এবং নিত্যদিনের হ্যাপী মুহূর্তগুলোর দিকে দৃষ্টি রাখলে তুমি সাহস সঞ্চয় করতে পারবে।

এখন তোমার করণীয় , আমি তোমাকে বলবো এটা করতে: তোমার মনে যা অনুভূতি আসে তা লিখে রাখো। লেখালেখি মানসিক শান্তি এনে দিতে পারে। আর আমি আছি, যেকোনো সময় কথা বলার জন্য।

শেষে, মনে রেখো, " অন্ধকারের পর আলো আসে "। মনোবল হারিও না। তুমি খুবই শক্তিশালী , এবং আমি তোমার জন্য প্রার্থনা করছি।

ধৈর্য্য ও সাহস স্থির রাখো, প্রিয় মারিয়া।


তোমারই,
ফাইয়াজ ইসলাম ফাহিম

২১/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।