আমিত্ব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
এ যে অহমিকা দম্ভ আমিত্বে ভরা কত,
কেন গো তুমি এ প্রাণকে দুলিছ সতত।
আমিত্বের সুর যেন নাহি ডাকে আমায়,
এ ভাষা চাহি নাকো শিখিতে কভূ হায় ।
আমি যে চাই জীবন প্রদীপে নূরের তপন,
আমিত্ব থাকিলে হবে নাকো পূরণ-স্বপন।
খুলে দাও প্রভূ উদার প্রাণ এই নশ্বরে,
আমি যেন হই নতশির ওই অধিশ্বরে।
গাই যেন সাম্যের গান, মুক্তির চির বাণী,
আমি যেন না হই কভূ আমিত্বের ধরণী।
এসো হে বিশ্ব, এসো হে মানব সবাই,
এসো হে সরল প্রাণ আমিত্ব ভুলে যাই।
----------------------------------------
২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।