কেন্দ্র বিন্দু ছাড়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কেন্দ্র বিন্দু ছাড়া জাতি মোরা পৃথিবীর তরে,
শুন্যে বৃত্ত ঘুরাই আবল তাবল সুরে।

কে কখন কি করে !কি বলে বঙ্গ তলে,
কোন দিগন্ত রেখা নেই তরঙ্গ জলের কূলে।

নিরব ব্যাথায় ফাটিয়া পড়িছে এ প্রাণ,
প্রাকশ্যে বিরোধ কেন্দ্র বিন্দুর ঐক্যতান।

এ পাষাণে বুক ভাসে নয়নের জলে,
কত দল কত মত আপন বলের ছলে।
---------------------------------------


২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।