নিখোঁজ মন
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১০-১০-২০২৪

কোন মেয়ের প্রতি নেই এখন টান
তোমার জন্য মন করছে আনচান
কই তুমি মারিয়া
মনটা নিয়ে কাড়িয়া।

তোমার জন্য পাচ্ছি না শান্তি
তোমার অসুস্থতা দেহ-মনে বাড়াচ্ছে ক্লান্তি,
কই তুমি একটু দাও সাড়া
তোমার জন্য নিজেকে লাগে সর্বহারা।

কতবার ফোন দিলাম
ফোন তোমার বন্ধ,
নিজেকে পাগল ভেবে
মনের সঙ্গে করি অলীক দ্বন্দ্ব।

মারিয়া আমায় ছেড়ে
যেও না এ ভূলোক ছাড়িয়া,
আমার মন তোমার কাছে
কেমনে দিবে ফিরিয়া?


২২/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ

04: 12am

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।