হৃদয় ভূমিতে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
*********************************
হৃদয় ভূমিতে প্রেমের পতাকা উড়াব বলে,
তোমার সঙ্গ চেয়েছি বারেবার ধরনীর তলে।
হয়তো এসেছিলে রাত্রির আঁধারে – গোপনে,
আমিও গেয়েছিলাম বকুল তলে তপ্ত তপনে।
অনেক খুঁজেছি, বারে বারে খুঁজেছি হাসিখানি,
হয়তো স্পর্শ্ও করেছি পূর্ণি চাঁদে গভীর রজণী।
স্পন্দিত বুকে প্রেমের পতাকা উড়াতে চেয়েছি,
ব্যাকুল তরঙ্গে ছুঁতে চেয়েছি, আর শুধু ভেবেছি,
দীপ্ত বোঁটায় ফুটাব দু’টি ফুল কাননে কাননে,
সৌরভ সুবাসে রচিব প্রেমের মহাকাব্য ভুবনে।
এখানেও প্রেমের মীরজাফর দিয়েছে হানা,
পথ চলেছি, শুধু চলেছি শুধুই অধরা সুরঞ্জনা।
----------------------------------------------
২৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।