আশ্রয়-প্রশ্রয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
*********************************
ওরে হচ্ছেটা কি সারা বাংলা বিভেদময় !
হারিয়েছে পথ মুক্তির খুঁজে অশুর প্রশ্রয়।

সাধুতে সাধুতে দ্বন্দ বাঁধিছে মোহ লালসে,
চোর চোরে সন্ধি গড়িছে বিলাসে আবেশে।
অন্তরে অন্তরে নানা পথ মত চিন্তা-লতা,
দানা বাঁধিয়াছে পল্লবাকীর্ণ্ ঘন জটিলতা।

হৃদয় বেষ্টিয়া আছে সেই পুরানো জালে,
তাই দিবা নিশী ভিনসুর বাজে উদয়চলে।
নিগূঢ় শিকড়ে এখনো তার বিন্দু বিন্দু সুধা,
প্রকাশ্যে গোপনে সিঞ্চন করি তৃষ্ণা-ক্ষুধা।

এ এক ভয়ানক ঘূর্ণি ঝড় হারাবার ভয়!
ওরে হচ্ছেটা কি তোদেরই আশ্রয়-প্রশ্রয়?
-----------------------------------------


২৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।