মুক্তির মহামারী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
*********************************
বাংলার বুকে চলিছে এখন অসভ্যতার দিন!
প্রাণে প্রাণে অগ্নি-ঝরা বৈশাখ তীব্র নিদ্রাহীন।
এখানে ওখানে চলিছে তান্ডব পশ্চিমা হাওয়া,
চারিদিকে অনল ঝড়ের ঝাপটা পশ্চাৎ দাওয়া।
শুব্রতা ছুটিছে কালোর দিকে আজ বাংলাদেশে,
স্বাধীনতা পরাধীনতা’রে ডাকিছে প্রমোদ উল্লাসে।
সভ্য ছেড়ে বেরিয়ে পড়িছে ভবিষ্যৎ ছেলেমেয়ে,
উথরোল যৌবনে কত নগ্নতায় কত গান গেয়ে।
এখানে স্বপ্নেরা পরাজিত, ধূসর রঙের ধূলোয়,
দাউ দাউ জ্বলে দেশটা, স্বাধীনতা গিয়েছে চুলোয়।
অঙ্গারে পুড়িছে ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ খোয়ারে,
আজ সত্যের পীঠে মিথ্যেরা চড়িছে উঁচুশিরে।
অনেক রক্তের পরে,অনেক লড়াইয়ের শেষে,
যে পতাকা পেয়েছি তা ক্রমে ক্রমে সর্বনাশে!
এ বুকে ঘাতকের ছড়াছড়ি,স্বাধীনতার সুখ কাড়ে,
এদেশে মুক্তির মহামারী, আগুন জ্বলে ঘরে ঘরে।
-----------------------------------------------
২৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।