আরেকবার এসো কান্ডারী::১৫/৯/২৪
- কমলতোলা

কেন আজ এত অবিশ্বাস?
বিচারহীনতায় উধাও নিঃশ্বাস
বদলে গেছে সমাজের রঙ
সংখ্যাধিক্য দেখায় শুধু ঢং

রক্ষক হয়ে যায় ভক্ষক
লজ্জায় মুখ লুকায় তক্ষক
বাস্তুতন্ত্রের শৃঙ্খল মানে না
সগোত্রকে খেতে পিছপা-না

রাজনীতির কানাগলিতে ঘুরে
অরাজনীতির মুখোস পরে
এক মহৎ জন- আন্দোলনও
ক্ষযয়িষ্ণু হবে;কালের নিয়ম

অনেক কিছু হয় পরিবর্তিত
বদলায় না শাসকের চরিত্র
শাসক চায় ক্ষমতার আসন
এ'জন্য করে খুন গুম ধর্ষণ।

আছে সঙ্গে প্রচারযন্ত্র
ক্রমাগত বলে মিথ্যামন্ত্র
তাও মানুষ করে বিশ্বাস
যন্ত্রণাকর জীবনে উঠে নাভিশ্বাস

আরেকবার এসো কান্ডারী
হও দুঃখি মানুষের দিশারী
সব অবিশ্বাস দাও ভেঙ্গে
সচেতন মানুষ আছে সঙ্গে। ।


২৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।