অনৈতিকের ভিতর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং
*********************************
অনৈতিকের ভিতর নিয়ত রাত্রি ঘনায় বিপুল,
দুর্ণীতির মৃত্তিকা জাগে নদীর কূল হতে কূল!
বিপুল আমোদ প্রমোদে রাজ্য কোষ লুটায়ে হায় !!
কিয়দ পদধারী অফিসার ছুটিছে অন্ধকার ছায়।
নেই কোন কৃষক শ্রমিক জনতার কালো মেঘ,
মাতৃকার প্রেমে রক্ত ঝরা ঘামে জানায় আবেগ।
শিক্ষিত ধূসর প্রাণে উড়েছে মুক্ত আকাশে,
দুর্ণীতির বজ্র হুঙ্কারে অপমান নিয়ে আসে।
কোটি কোটি প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা,
কেন চেয়ারে বসে রাজ্যে বাঁধে দর্ণীতির বাসা?
চারিদিকে পরাজয়ের বিবর্ণ্ রেখা বাংলার বুকে,
মেধাবীদের মেধা খাটিয়েছে দুর্ণীতির- কৌতুকে!
---------------------------------------------
২৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।