উৎস কি ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং
*********************************
জবাবদিহীতা বিপন্ন আজ;বিষন্ন বাংলার জীবন,
দুর্ণীতি প্রত্যহ সঙ্গী,নিয়ত দুর্ণীতিবাজের আক্রমণ।

দস্যু ডাকাতের প্রণয়ে অবিরাম চলে লুটের প্রসব,
দেখার যেন কেউ নেই এইসব কৃষ্টি এইসব উৎসব।
যদি হত পণ! অন্যায় যদি হত চিত্তমুলে বিসর্জ্ন,
চির সুখের উল্লাসে প্রতিদিন বাংলা দিত গর্জ্ন।

তবু দৃঢ় জাতি, এবার নিবে অর্থের হিসাব পাই পাই,
এতো অর্থ্ বৈভবের উৎস কি! দিয়ে যাও হিসাব ভাই।
সরকার -কর্ম্কতা –কর্মচারী তাঁতী জেলে কুমার মজুর,
ওগো আয়ের উৎস কি? জানান দিয়ে যাও স্বচ্ছতার-সুর।

শুনেছি সম্মুখে আজ তোমরাই শত্রু রক্তের লাল পথ,
লুটে পুটে তোমারই ভেঙ্গেছো দেশ গড়ার দীপ্ত শপথ।
-----------------------------------------------------


২৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।