মানুষ কাঁদে হতাশায়::২৪/৯/২৪
- কমলতোলা
তুমি রাত জাগো আকাশ দখল করো
ওরা আছে পাতালের অন্ধকারে
মানুষের মতো তুমি বাঁচার চেষ্টা করো
ওরা প্রেতাত্মা হয়ে চারধারে ঘুরে
তুমি মোমবাতি জ্বেলে
নিকষ কালো অন্ধকার মুছতে চাও
শাসকের নিশ্ছিদ্র প্রহরায়
ওরা ডুবে দুর্নীতির সাগরে বিশ বাঁও
সহস্র সহস্র মোমবাতি
আলোর প্রাণ তুলে নিবে যায়
দুরন্ত ঘূর্ণি হাওয়ায়; লোভী স্বার্থান্ধ
শুধুই অন্ধকার খোঁজে দেশদ্রোহিতায়
মানুষ কাঁদে হতাশায় বিচারহীনতায়।
২৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।