নর্দমার জলকাদা
- আলমগীর সরকার লিটন
ভদ্র লোকের চাপার জোর নাই
চাপা করে যারা, সূর্য কে পশ্চিম
থেকে পূর্ব এবং পূর্ব থেকে পশ্চিম
দিকে নিয়ে যায়! তারা, তারা কারা?
আজ নষ্ট পাতার মুখে মুখে প্রশ্ন শুধু
অথচ লজ্জা মায়ার মুখ বা কোথায়
লজ্জাবতীর পাতাও নষ্ট; ধুয়া তুলসী
পাতার গন্ধটাও- নর্দমার জলকাদা
তাহলে ভদ্রলোক গেলো কোথায়?
অভদ্র ঢেঁকিতে বান করার ইচ্ছায়
নাকি উত্তর দক্ষিণ খুব কাছাকাছি-
চুপ, প্রশ্ন না, দেখেছো- চোখাচোখি।
২৫-০৯-২৪
২৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।