শেষ হয়ে এল বুঝি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং
*********************************
নবীন রূপে আবার এসেছে ফিরে সেই শকুন!
সুর বদলে গাইছে নব গান চির উৎসবের মতন।

এখনো সেই পুরানো সাধ স্বপ্নে ছুটেছে প্রাণ,
বজ্র হঙ্কারে রচেছে কত গদ্য-পদ্য মুক্তির গান।
বাহির বদলে ফেলছে নব রূপে নব হরষে,
অন্তরে সেই পুরানো ধ্যান যপে অনায়াসে।

চারিদিকে কালো মেঘ দিগন্তের পাহাড়ে নীল,
শকুনেরা হরষে উড়েছে নদী নালা -খাল -বিল।
শেষ হয়ে এল বুঝি জ্ঞাণীদের জ্ঞান প্রগতির দিন,
শুরু হয়েগেছে শকুনের ছোবল- অশুভদিন।

গুজব- হুজুগ -আবেগে আগুন হতে গিয়ে,
আপন সত্ত্বা অঙ্গার করেছে হৃদয়টা নিভিয়ে।
------------------------------------------------


২৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।